মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলার ৩নং উরফা ইউনিয়নের ২০১৪-১৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ইউনিয়ন পরিষদের চত্ত্বরে স্থানীয় সাধারণ জনগন, সরকারী-বেসরকারী কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতে ৩নং উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টোর সভাপতিত্বে মোঃ আশরাফুল ইসলামের সার্বিক সহযেগিতায় ইউপি সচিব মোঃ আক্তারুজ্জামান বাজেট পাঠ করে শুনান। বাজেটে ৬৫ হাজার ৫শত ৫৪ টাকা উদ্বৃত্তি দেখিয়ে ৯১ লাখ ৫৫ হাজার ৫শত ৭৭ টাকা সম্ভাব্য আয় এবং ৯০ লাখ ৯০ হাজার ৩১ টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। আয়ের খাতে নিজস্ব তহবিলে ৭ লাখ ৮৬ হাজার ৫শত ৫৭ টাকা তন্মধ্যে হোল্ডিং কর ১লাখ, বকেয়া কর আদায় ১ লাখ ১১ হাজার ২ শত ৮৭ টাকা ও ১% ভূমি কর থেকে ৪ লাখ টাকা সহ অন্যান্য এবং উন্নয়ন কর্মসূচীতে সরকারী-বেসরকারী সহায়তা থেকে ৮২ লাখ ৬৯ হাজার ২০ টাকা তন্মধ্যে কৃষি, স্বাস্থ্য , শিক্ষা খাতে ১ লাখ করে , যোগাযোগ ও কমদক্ষতা খাত হতে ২ লাখ করে, কর্মসৃজন ও এলজিএমপি হতে ২০ লাখ করে, কাবিখা হতে ১৫ লাখ , টিআর হতে ১৪ লাখ সহ অন্যান্য আয়ের আশা করা হয়েছে এ বাজেটে।

ব্যয়ের খাত হিসেবে বেতনভাতা বাবদ ৫ লাখ ৬৯ হাজার ২০ টাকা, যোগাযোগ , শিক্ষা, স্বাস্থ্য খাত ও কর্মদক্ষতা খাতে ১ লাখ করে, ব্রিজ, কালবার্ট, রাস্তা মেরামতে ২৫ লাখ টাকা, টিআর খাতে ১৪ লাখ, কাবিখাতে ১৫ লাখ, এলজিএসপি ও অতিদরিদ্র কর্মসূচীতে ২০ লাখ করে ব্যয়সহ অন্যান্য খাতে পুরুটাকা বরাদ্দ করা হয়েছে। এবাজেটের পাশাপাশি ২০১৩-১৪ অর্থবছরের এযাবৎ কালের সর্বোচ্চ ১ কোটি ২৩ লাখ ২৩ হাজার ৮ শত ৯৭ টাকার সম্পূরক বাজেট উপস্থাপন সহ ২০১২-১৩ অর্থ বছরের ৫৫ লাখ ৫০ হাজার ১শত ৭৪ টাকার প্রকৃত আয়-ব্যয়ের বিরবণী জানিয়েদেন উপস্থিত জনতাকে। প্রকাশ্যে বাজেট ঘোষণা করায় উপস্থিত জনতা সন্তোষ প্রকাশসহ চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
