মো: আমির হোসেন আমু, দেবিদ্বার (কুমিল্লা) : কুমিল্লার দেবিদ্বারে এক অজ্ঞাত কিশোরীর গলিত লাশ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সুলতানপুর ইউনিয়ন’র রামেরদিঘীরপাড় গ্রামের আবুল কাসেম’র ড্রেজিং করে খনন করা একটি পানি ভরাট পুকুর থেকে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ জাকির হোসেন’র নেতৃত্বে একদল পুলিশ ওই কিশোরীর লাশ উদ্ধার করেছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের ফাতেমা নামে এক গৃহবধূ ছাগল আনতে যেয়ে পুকুরে লাশ ভাসতে দেখে সুলতানপুর ইউনিয়ন’র সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান সরকারকে খবর দেন। শাহজাহান সরকার থানা পুলিশকে বিষয়টি অবহীত করেন। অজ্ঞাত কিশোরীর শরীরে কোন বস্ত্র ছিলনা, মাথার চুলগুলোও উঠে গেছে, তবে সুরত হাল রিপোর্টে তার শরীরের কোথাও ক্ষত চিহ্ন ছিলনা, তবে ঘাতকরা মেয়েটিকে ১০/১২দিন পূর্বে দূরের কোন স্থান থেকে এনে ধর্ষনের পর হত্যা করে উক্ত পুকুরে ফেলে গেছে। মেয়েটির গায়ের রং ফর্সা, তার কানের একাংশ পোকামাকড়ে খেয়ে ফেলেছে। চোখ ও জিহ্বা বের হওয়া অবস্থায় ছিল। উপস্থিত হাজার হাজার লোকজন কেউ তাকে সনাক্ত করতে পারেনি। আলামত হিসাবে তার পরিহিত বস্ত্র, জুতা ও অন্যান্য সামগ্রী খুঁজে পাওয়া যায়নি। তার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শুক্রবার ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।