গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পদোন্নতি ও বেতন স্কেল বৃদ্ধির দাবিতে গতকাল বুধবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ও উপজেলা ভূমি অফিসে কর্মরত অফিস সহকারীরা ২ঘন্টা কর্মবিরতী, স্ব-স্ব অফিস প্রাঙ্গণে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালন করে।
গোপালপুর উপজেলা ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার মোঃ নাসির উদ্দিন জানান, ‘ভূমি কার্যালয়সহ সংগঠনের অধীন বিভিন্ন দপ্তরে কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণ সংক্রান্ত দাবীর ক্ষেত্রে সময় ক্ষেপন করায় আমরা এ কর্মসূচী পালন করছি।’
গোপালপুর উপজেলা ভূমি অফিসে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আব্দুল জলিল জানান, ‘সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা মাসব্যাপী কর্মসূচী পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী চলবে এবং ২১ জুন ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পরবর্তী কর্মসূচী দেয়া হবে বলে তিনি দাবি করেন।’