নরসিংদী প্রতিনিধি : অবৈধভাবে নৌ-পথে মালয়েশিয়ায় লোক পাঠানোর অভিযোগে নরসিংদীর শিবপুর থানা পুলিশ কামাল সরকার নামে এক আদম বেপারীকে গ্রেফতার করেছে। স্থানীয় জয়নগর গ্রামের আসাদ নামে এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে শিবপুর থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোর সকালে তাকে গ্রেফতার করে।
জানা গেছে, গত ২৮ মে আদম বেপারী কামাল সরকার শিবপুরের জয়নগর গ্রামের নাইম, নরসিংদী শহর এলাকার মিঠুন দাস, আশিষ দাসসহ ২/৩ শত লোককে কক্সবাজারের সেন্টমার্টিন এলাকা থেকে ট্রলারে করে মালয়েশিয়ার উদ্দেশ্যে প্রেরন করে। ট্রলারটি সেন্টমাট্রিন এলাকা ছেড়ে গভীর সমুদ্রে পৌছার সাথে সাথেই এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এ অবস্থায় সমুদ্রে প্রচন্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবো ডুবো অবস্থা হয়ে গেলে ট্রলারের অবস্থানরত মালয়েশিয়াগামী যাত্রীরা তাদের প্রাণ বাঁচানোর জন্য মোবাইল ফোনে যার যার আত্মীয়-স্বজনকে অনুরোধ জানায়। এ সময় শিবপুরের জয়নগর গ্রামের আসাদ মিয়ার ছেলে নাইম ট্রলার থেকে তাদের বিপদের কথা তার পিতা আসাদ মিয়াকে জানালে আসাদ মিয়া ঘটনাটি তাৎক্ষণিকভাবে শিবপুর থানা পুলিশকে অবহিত করে। এই অবস্থায় শিবপুর থানার ওসি খন্দকার মোহাম্মদ মিজানুর রহমান তাৎক্ষণিকভাবে পুলিশ নিয়ে ধনাইয়া গ্রামে গিয়ে আদম বেপারী কামাল সরকারকে আটক করে থানায় নিয়ে আসেন।
