সিরাজগঞ্জ প্রতিনিধি: নগরবাড়ী- পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের তালগাছিতে ট্রাকের চাপায় ৪ সিএনজি অটোরিক্সা যাত্রী নিহত হয়েছে। চালক সহ অপর ২ যাত্রী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ১২ জুন বেলা সোয়া ৪টার দিকে শাহজাদপুর গামী একটি সিএনজি অটোরিক্সাকে বিপরিতমুখি একটি ট্্রাক চাপা দিলে ঘটনাস্থলেই শিশু সহ অটোরিক্সার ৩ যাত্রি মারা যায়। এছাড়াও অপর ৩জন আহত হয়। আহতদের উল্লাপাড়া হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়। নিহতরা হলো শাহজাদপুরের হরিরামপুর গ্রামের আ: করিমের পুত্র স্কুল ছাত্র হাসান (১০),কাদাই বাদলা গ্রামের সাইদুলের পুত্র সেলিম (৩০),উল্লাপাড়ার ব্রক্ষকপালিয়া গ্রামের ইউসুফের পুত্র সামসুল(৪০)। অপর একজনের পরিচয় পাওয়া যায় নি।
দূর্ঘটনার পর উক্ত মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে যানচলাচল ও পরিস্থিতি স্বাভাবিক করে।