শ্যামলবাংলা বিনোদন : শেষ পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন জনপ্রিয় মার্কিন পপতারকা জেনিফার লোপেজ।
বার্তা সংস্থা এএফপি বুধবার জানায়, ‘কিছু সমস্যার কারণে’ লোপেজ ব্রাজিল যাচ্ছেন না এমন ঘোষণা দেয়ার দু’দিন পর মঙ্গলবার এক বিবৃতিতে ওই কথা জানিয়েছে ফিফা। বিবৃতিতে বলা হয়, ফিফা ও স্থানীয় আয়োজক কমিটি আনন্দের সাথে জানাচ্ছে যে বিশ্বের বিখ্যাত সঙ্গীত তারকারা আমাদের এ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। পিটবুল, ক্লদিয়া লেইত্তে, জেনিফার লোপেজ এবং ওলোদামের পারফরমেন্স উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করবে।
২০১৪ সালের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘উই আর ওয়ান’ গানটি গেয়েছেন জেনিফার লোপেজ, কিউবান-আমেরিকান র্যাপার পিটবুল এবং ব্রাজিলীয় গায়িকা ক্লদিয়া লেইত্তে। বৃহস্পতিবার ব্রাজিলের সাও পাওলোতে ব্রাজিল-ক্রোয়াশিয়া উদ্বোধনী ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে ‘উই আর ওয়ান’ গানটি পরিবেশন করবেন তারা। কিন্তু রবিবার আকস্মিক এক ঘোষণায় ফিফা জানিয়েছিল, পূর্ব ঘোষণা অনুযায়ী লোপেজ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না।
