শ্যামলবাংলা বিনোদন : রমজানের ঈদ উপলক্ষে আগামী মাসের শুরুর দিকে জয় শাহরিয়ারের তৃতীয় একক অ্যালবাম ‘ঠিক এভাবেই’ বাজারে আসছে। অ্যালবামটির সঙ্গে উপহার হিসেবে ১৬ পৃষ্ঠার একটি বইও পাবেন শ্রোতারা। ‘ঠিক এভাবেই’ অ্যালবামে গান থাকছে ৬টি। সবকটি গানের কথা লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন জয় শাহরিয়ার। শব্দসজ্জা করেছেন পাভেল আরিন। একটি গানে জয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাওমি।