চারঘাট প্রতিনিধিঃ রাজশাহী পুলিশ সুপার আয়োজনে দুইদিন ব্যাপী প্রচারাভিযানে চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর, পরানপুর, নিমপাড়া, শলুয়া ও পুঠিমারী এলাকায় বৃহস্পতিবার সকালে আমচাষী ও বাগান মালিক ও ক্ষুদে ব্যবসায়ীদের সাথে সচেতনতা মূলক উদ্বুদ্ধকরণ সভা ও আম বাগান পরিদর্শন করেন ডিআইজি রাজশাহী একেএম শহীদুল হক।
স্থানীয় আমব্যবসায়ী এলাকায় মাইকিং এর মাধ্যমে আম ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি আম ব্যবসায়ী, আম বাগান মালিক ও বাজারের ফলপট্টি ব্যবসায়ীদের ফরমালিন ও কার্বাাইড মিশ্রিত ফল বাজারে বিক্রয় না করার জন্য সকলের প্রতি আহবান জানান ও সকলের সহযোগিতা কামনা করেন। পরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছী রেলস্টেশনে ফরমালিন ও কার্বাইড দিয়ে পাকানো ১৪ ক্যারেট আম জব্দ করে চারঘাট মডেল থানায় নিয়ে এসে আমগুলো ডিআইজি ও উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন এর উপস্থিতে ধবংস করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ সুপার আলমগীর কবীর, অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হক, চারঘাট মডেল থানা ইনচার্জ, ইউপি চেয়ারম্যান আঃ মজিদ, নুরুল ইসলাম সরকার প্রমুখ।
