শ্যামলবাংলা বিনোদন : একক নাটক, ধারাবাহিক, টেলিছবি এবং চলচ্চিত্রেও একসঙ্গে মাহফুজ আহমেদ ও জয়া আহসান ফ্রেমবন্দি হয়েছেন। কিন্তু বিজ্ঞাপনচিত্রে কখনও একসঙ্গে দেখা যায়নি এই দুই জনপ্রিয় তারকাকে। এবার তারা একটি বিজ্ঞাপনচিত্রে জুটি হলেন। রানার গ্রুপের ‘কাইট’ মোটরসাইকেলের বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন মাহফুজ আহমেদ নিজেই। ঢাকার বিমানবন্দর ও বসুন্ধরা আবাসিক এলাকায় এর দৃশ্যধারণ হয়েছে। চিত্রগ্রহণ করছেন নেহাল কোরাইশি। আবহসঙ্গীত পরিচালনা করছেন সন্ধি।
এ ব্যাপারে মাহফুজ আহমেদ বলেন, জয়া আর আমি অনেক কাজ করেছি। এবার একসঙ্গে নতুন একটি কাজ করলাম। আমার মনে হয় কাজটি দর্শকের ভালো লাগবে। জয়া আহসান জানান, বিজ্ঞাপনের কনসেপ্ট ভালো লেগেছে। তাছাড়া এটি নির্মাণ করছেন মাহফুজ আহমেদ। এজন্যই কাজটি করা।
