স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় ভারতীয় বন্য হাতির আক্রমনে অমেছা বেগম (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছে। ১১ জুন বুধবার ভোরে উপজেলার সিংঙ্গাবরুনা ইউনিয়নের গারো পাহাড় এলাকার কান্দাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার ভোররাতে ভারত থেকে নেমে আসা এক দল বন্যহাতি সীমান্তবর্তী কান্দাপাড়া গ্রামে হামলা চালায়। ওইসময় গ্রামবাসী মশাল ও লাঠিসোটা নিয়ে সংঘবদ্ধভাবে হাতি তাড়াতে গেলে স্থানীয় মৃত সাইদুর রহমানের স্ত্রী অমেছা হাতির তাড়া খেয়ে পার্শ্ববর্তী পাহাড়ের টিলায় উঠে পড়ে। কিন্তু হাতির দল সেখানেই তাকে তাড়া করে তার উপর হামলা চালায়। ওইসময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় অমেছা। খবর পেয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, এ নিয়ে শেরপুরের সীমান্ত এলাকায় চলতি বছরে ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটলো।
