শহিদুল ইসলাম হিরা, শেরপুর : ভ্রাম্যমান আদালত শেরপুর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে দুইটি দোকানে জরিমানা আদায় করেছে। ১১ জুন বুধবার বিকেলে শহরের রঘুনাথ বাজার এলাকায় ওই অভিযান চালানো হয়।

জানা যায়, রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারকে স্থিতিশীল রাখার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনার অংশ হিসেবে বুধবার বিকেলে শহরের রঘুনাথ বাজারের বিভিন্ন দোকানে ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল সাকিব ও তৌছিফ আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। ওইসময় অক্ষয়-২ নামে একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে বগুড়া থেকে আমদানীকৃত প্রায় ১৫ পাতিল খাওয়ার অযোগ্য দই পেয়ে ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং শহীদ স্টোর এর ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় ওই দোকান মালিককে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
