নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে দু’দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। ১১ জুন বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক অডিটরিয়াম হলে প্রধান অতিথি হিসাবে ওই মেলার উদ্বোধন করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হানিফ উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান রিপন, আওয়ামী লীগের সভাপতি জিয়াউল মাস্টার, সাধারন সম্পাদক মোকছেদুর রহমান লেবু, এসিল্যান্ড শারমীন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান আসম আরা আসমা, মেয়র আনোয়ার হোসেন প্রমূখ। মেলায় জিও, এনজিওসহ স্কুল, কলেজের ছাত্র/ছাত্রী প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন।