ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তনজনিত কৃষিক্ষেত্রের বিরূপ প্রভাব মোকাবেলা এবং অধিক ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকের জীবনমান উন্নয়ন বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর ইন্টিগ্রেটেড এগ্রিকালচার প্রোডাক্টিভিটি প্রজেক্ট (আইএপিপি) এর আওতায় মঙ্গলবার সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের বেশাইখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যানিকেতন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে। কৃষি বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আবদুর রাজ্জাক এতে প্রধান অতিথি এবং আইএপিপি’র জেলা সমন্বয়কারী মোঃ আনিছুর রহমান ও বেশাইনখান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনসার উদ্দিন হাওলাদার বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় রায়। সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ রিফাত সিকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী খান ও মনোজিৎ কুমার মিত্র এবং কৃষক মোঃ মোস্তাফিজুর রহমান বক্তৃতা করেন। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম আলাউদ্দিন সিকদার এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সমরেন্দ্র শেখর হালদার, আলাউদ্দিন খান, এমএ হান্নান খান ও মোঃ জাহাঙ্গীর হোসেনসহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। লাইভলিহুড ফিল্ড স্কুলের (এলএফএস) ২৫ জন সদস্যসহ এলাকার বাছাইকরা অর্ধশতাধিক কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে অংশ নেন। তাদেরকে বন্যা, খরা ও লবণাক্ততা সহিষ্ণু ধানের জাত এবং আবাদ পদ্ধতি; আলোর ফাঁদ, মাটির স্বাস্থ্য রক্ষা ও জৈব সার ব্যবহারসহ বিভিন্ন কৃষি প্রযুক্তি এবং আধুনিক চাষাবাদ বিষয়ে ব্যাপক ধারণা দেয়া হয়।
