খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : ঘূর্ণিঝড়ের তান্ডবে ৩৬ ঘন্টা ধরে বিদ্যুতবিহীনঅবস্থায় রয়েছে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলাবাসী। ফলে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ ও ছাত্র-ছাত্রীদের পড়ালেখা মারাত্মকভাবে বিঘিœত হওয়ার পাশাপাশি দুর্বিষহ জীবন যাপন করছে উপজেলাবাসী।
জানা যায়, মঙ্গলবার সকালে ঝিনাইগাতী উপজেলার উপর দিয়ে প্রচন্ড বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে বেশকিছু কাঁচা ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়। ঘূর্ণিঝড়ের তান্ডবে রাস্তার দু’পাশের গাছ উপড়ে পড়ে উপজেলার বিদ্যুত ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত দু’দিনে বিদ্যুতবিভাগ চেষ্টা চালিয়েও বিদ্যুত সরবরাহ চালু করতে পারেনি। বিদ্যুতব্যবস্থা চালু করতে আরও দু’একদিন সময় লাগতে পারে বলে বিদ্যুতবিভাগ সূত্রে জানা গেছে।