মাফুজা আফরিন মনি, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে এক মাদক ব্যাবসায়ীকে ২ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ১১ জুন বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

তিনি জানান, কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের মমিন উদ্দিনের ছেলে শাহিন (৩২) এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসা ও সেবন করে নেশাগ্রস্থ্য হয়ে নিজস্ব আত্মীয়-স্বজনসহ স্থানীয় লোকদের মারধর ও বিভিন্ন প্রকার ক্ষতি করে আসছে। মঙ্গলবার রাতে সে নেশাগ্রস্থ্য হয়ে প্রতিবেশী এক মহিলাকে পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে শাহিনকে মাদক ব্যাবসা ও সেবন করার অপরাধে ভ্রাম্যমান আদালত ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ এর ১ (ক) ধারা মোতাবেক ২ বছর কারাদন্ড প্রদান করেন।
