আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে বুধবার সকালে বে-সরকারী সংস্থা মুসলিম এইডের উদ্যোগে গ্রুপ লিডার কর্মশালা সংস্থার কার্যালয়ে উপজেলা ম্যানেজার মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার প্রকৌশলী মো. আব্দুল্লাহ বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. মজিবুর রহমান, মুসলিম এইডের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আবুল হাসান, বক্তব্য রাখেন আমতলী প্রেস ক্লাব সহ-সভাপতি এম এ সাইদ খোকন, সাধারন সম্পাদক এসএম নাশির মাহমুদ, মুসলিম এইডের সদস্যা মিনারা বেগম, ও হনুফা আক্তার প্রমূখ। কর্মশালায় প্রায় ১০০জন গ্রুপ লিডার অংশগ্রহন করেন । উল্লেখ্য আমতলী উপজেলায় মুসলিম এইড ৬ কোটি২২ লাখ টাকার অধিক ঋন সদস্যদের মাঝে বিতরন করেছেন।