সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার লালোর উচ্চ বিদ্যালয়ের ২০১৩ সালে জেএসসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ও ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার বেলা ১২টায় উপজেলার লালোর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওয়াল হোসেন টিপু। পরিচালনায় ছিলেন, সহকারী শিক্ষক নওজেস আলী।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহবুব আলম।
এসময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থীদের অভিভাবক সহ শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানে জেএসসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং অন্যান্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
