কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দূর্ঘটনায় গণেশ চন্দ্র (৫০) নামের এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ করে রাখে। পরে দু’ঘন্টা পর পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের হস্তক্ষেপে সমঝোতা হলে রাত সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কে চওড়া বাজার নামক স্থানে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আরবি পরিবহনের একটি নাইট কোচ ছিনাই ইউপি’র মহিধর গ্রামের ভ্যান চালক গনেশ চন্দ্র রায় (৫০) কে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতাল নেয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় রাস্তার দু’ধারে শতাধিক যানবাহন আটকা পড়ে।
