মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী আহত হওয়ার ঘটনায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে ১০ পর্যন্ত ১০৯ নং সীমান্ত পিলারের কাছে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের বিএসএফ এর পক্ষে নেতৃত্বে দেন পাথরঘাটা কোম্পানি কমান্ডার এসি লিনু সহ ৮ সদস্যের একটি দল এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার জমসেদ আলম সহ ৮ সদস্যের একটি দল।
বিজিবি’র মুজিবনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার জমসেদ আলম জানান, গুলি বর্ষণের ঘটনায় ভারতের ১০৯ নং সীমান্ত পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ সীমান্তে গুলি বর্ষনের ঘটনাটি অস্বিকার করেছে।
উলেখ্য, মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে আলতাফ হোসেন নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত হয়েছে। আহত আলতাফ হোসেনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হওয়ায় ভোরে তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সে সোনাপুর গ্রামের ফজর আলীর ছেলে। রবিবার মধ্যরাতে রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ১০৫ ও ১০৬ নং সীমান্ত পিলারের মাঝামাঝি স্থান দিয়ে আলতাফ সহ কয়েকজন গরু ব্যবসায়ী গরু আনতে গেলে ভারতের হৃদয়পুর ক্যাম্পের বিএসএফ কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় আলতাফ হোসেন। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সে দীর্ঘদিন ধরে গরু ব্যবসার সাথে জড়িতে বলে জানা গেছে।