ভোলা প্রতিনিধি : ভোলা শহরের খেয়াঘাট রোড এলাকায় এনজিও সংস্থা কর্তৃক পরিচালতি এমএ আলী প্রতিবন্ধী স্কুলের নির্বাহী পরিচালক এমএ আলী (৬০) দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্কুল থেকে শহরের সদর এলাকায় যাওয়ার পর তিনি নিখোঁজ হন।
এদিকে, পুলিশ এ ঘটনায় স্কুলের কর্মচারী বাচ্চু ও মন্টু নামের দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
স্কুল পরিচালনা উর্পদেষ্টার চেয়ারম্যান মুহাম্মদ শওকাত হোসেন জানান, শনিবার সন্ধ্যায় এমএ আলী তার স্কুলের একটি মাইক্রোবাসে করে শহরের সদর রোডে যান।
সেখানে তিনি কিছু কেনা-কাটা করে নামাজ পড়ার উদ্দেশে চলে যান। তার সঙ্গে তখন স্কুলের কর্মচারী বাচ্চু ছিলেন। এর পর তিনি আর ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজার পরও তাকে না পেয়ে রাতেই বিষয়টি পুলিশকে জানানো হয়।
এ ব্যাপারে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পুলিশ তাকে উদ্ধারে কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
এদিকে, এমএ আলী নিখোঁজ হওয়ায় ঘটনায় পুরো শহরের ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।