আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সৈয়দপুর-খুলনা রেল লাইনের জাফরপুরে ট্রেনের ছাদে ভ্রমনের সময় হল হলিয়া ব্রীজের গাডারে সাথে ধাক্কায় ২৫ বছর বয়সের অজ্ঞাত এক যুবকের মৃত্য হয়েছে। এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পুলিশ জানায়, ৮ জুন রবিবার বেলা ১১ টার দিকে সৈয়দপুর থেকে খুলনা গামী আন্তঃনগর রুপশা ট্রেনের ছাদে ভ্রমন করার সময় জাফরপুরের নিকট হলহলীয়া ব্রীজের গাডারের ধাক্কা লেগে ওই যুবক ট্রেনের ছাদেই গুরুত্বর আহত অবস্থায় পড়ে থাকে। পরে সান্তাহার জংশন ষ্টেশনে ট্রেনটি পৌঁছালে রেল পুলিশ তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে প্রের করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষনা করে।
