পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়া উপজেলার বারবাকিয়া রেঞ্জাধীন টইটং বন বিটের অধীনে এক মাত্র শালবন থেকে বড় আকারের ৩টি প্রায় লাখ টাকা মূল্যে গাছ লুট করে নিয়ে গেছে বনদস্যূরা। এসময় গাছ রক্ষা করতে বনবিভাগের লোকজন সন্ত্রাসীদের ধাওয়া করলে সন্ত্রাসীরা ৩/৪ রাউন্ড গুলি বর্ষণ করে বনবিভাগের লোকজনকে পাল্টা ধাওয়া দিয়ে গাছ গুলো নিয়ে যায়। জানাযায়, ৫মে সন্ধ্যা ৭টার দিকে টইটং এর আলোচিত দা বাহিনীর নাছির প্রায় শতাধিক লোকজন নিয়ে টইটং বনবিটের অধীনে বটতলী জুমপাড়ার প্রায় ৪৫ বছরের পুরনো শালবনে হানা দিয়ে বিশাল আকৃতির ৩টি গাছ কেটে নিয়ে যায়। এব্যাপারে টইটং বিট কর্মকর্তা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ প্রশাসন, স্থানীয় চেয়ারম্যান, আওয়ামীলীগ বি.এন.পি অনেক লোকজনকে ফোন করে সহায়তা চাওয়া হয়েছে কেউ সহায়তা না করায় মাত্র ৩জন লোক নিয়ে শতাধিক সন্ত্রাসীদের সাথে ঠিকতে না পেরে গাছ গুলো রক্ষা করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, গাছের কিছু অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে বাকী অংশ গুলো উদ্ধারের চেষ্টার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, টইটং বাজারের পাশে দা বাহিনীর নাছির তার নির্মাণাধিন বসতঘরে ব্যবহারের জন্যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে ওই শালবাগানে হানা দিয়ে গাছ গুলো লুট করে নিয়ে আসায় স্থানীয় লোকজন ভিলেজার হেডম্যান কেউ সাহস করে উদ্ধার করতে আসেনি।