আমতলী প্রতিনিধি : আমতলী থানার পুলিশ কলাপাড়া ফেরী ঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে প্রতারনা মামলায় ৩ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী আইয়ূব আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আইয়ূবের বড়ি আমতলীর কুকুয়া গ্রামে। দুই বছর আগে আইয়ূবের বিরুদ্ধে খুলনার মেট্টোপলিটন থানায় প্রতারনার অভিযোগে মামলা হয়। মামলায় তার তিন বছরের সাজা হলে এতদিন সে পলাতক ছিল। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রিয়াজ হোসেন পিপিএম জানান, আইয়ূবকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমতলীতে চোলাই মদ সহ ১জন গ্রেপ্তার
শনিবার দুপুরে আমতলীর পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে উত্তম (৫০) নামে এক জনকে ৫শ’গ্রাম চোলাই মদ সহ গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। আমতলী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো: রিয়াজ হোসেন পিপিএম জানান, উত্তম একজন পেশাদার মদ বিক্রেতা তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।