আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত (২৪) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ জুন শনিবার বিকেলে উপজেলার সান্তাহার-রানীনগর সড়কের মালশন প্রাথমিক বিদ্যালয়ের পাশের রেলের ডোবা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। ২/৩ দিন পূর্বে তাকে শ্বাসরোধে হত্যা করার পর ওই স্থানে ফেলে রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
জানা যায়, শনিবার বিকেল ৫টায় উপজেলার সান্তাহার-রানীনগর সড়কের মালশন প্রাথমিক বিদ্যালয়ের পাশের রেলের ডোবায় লাশ ফুলে ভেসে উঠলে স্থানীয় লোকজন দেখে পুলিশে খবর দেন। পুলিশ বিকেল ৫ টায় লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন কেেরন। লাশের পড়নে কালো জিন্সের ফুল প্যান্ট, নেভি ব্লু গেঞ্জি ডান চোখে,চোয়াল ও গলায় আঘাতের চিহৃ রয়েছে। তবে ময়না তদন্তের রির্পোট পাওয়া গেলে মুল রহস্য জানা যাবে বলে থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।