স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট এর সাথে শুভেচ্ছা সাক্ষাত করেছেন শেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তারা। ৪ জুন বুধবার রাতে রাষ্ট্রপতির সরকারী বাসভবন বঙ্গভবনে তারা ওই সাক্ষাত করেন।
সাক্ষাতকালে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম ও জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু মতবিনিময়ে অংশ নেন। এসময় অন্যান্যের মধ্যে জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ উদ্দিন মুন্না, সাহিত্য ও পাঠাগার সম্পাদক এডভোকেট মোঃ ইসমাঈল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট নুরুদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য এডভোকেট এস এম রওশন কবীর আলমগীর, এডভোকেট শাহীদ উল্লাহ শাহী, এডভোকেট মঞ্জুরুল হাসান শাহীন ও সাবেক ছাত্রনেতা আল আমিন আলিম উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা সাক্ষাতকালে নেতৃবৃন্দ জেলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠার দেড়শ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠেয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি বিষয়টি সময়মত বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।