ভোলা প্রতিনিধি : ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় ভোলায় দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রতিপাদ্য বিষয় ছিল-পড়ালেখার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে লড়বো। ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবাশ্বির উল্যাহ চৌধুরী, সদস্য হোসনে আরা বেগম চিনু, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু প্রমূখ।
বক্তারা বলেন, প্রতিবাদ না করায় সমাজে দুর্নীতি বেড়েই চলেছে। যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানিয়ে ছাত্রীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সুন্দর সমাজ গড়ে তুলতে সব ধরনের দুর্নীতিকে না বলে, নিজেদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে হবে।
সভায় শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।