ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) : নকলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর নির্বাচন নকলা প্রতিািনধি বুধবার নকলা উপজেলা নির্বাহি অফিসার মোঃ আবুল ক্লাাম আজাদের হল কক্ষে নির্বাচনে হাতি প্রতীক নিয়ে আবুল মুনসুর ১৫৬ ভোট পেয়ে কমান্ডার নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন শওকত হোসেন প্রতীক ঘোড়া ৬৪ ভোট । ডেপুটি কমান্ডার রহমতুল্লাহ হাতি প্রতীকের ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকতম প্রতিদ্বন্দী ঘোড়া প্রতীকের মোজামেল হক ৭২ ভোট প্রাপ্ত হন।
নকলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাকসুদ আলম নেপাল যাচ্ছেন।
নকলা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাকসুদ আলম নেপাল যাচ্ছেন।তিনি ৭ জুন থেকে ১১ জুন পর্যন্ত নেপাল অবস্থান করে নেপালের পার্লামেন্ট সম্পর্কে নির্বাচন প্রক্রিয়ায় উচ্চতর প্রশিক্ষন গ্রহণ করবেন। ২৬ শে জুন নকলা উপজেলা পরিষদের নির্বাচন প্রশিক্ষন শেষে তিনি নকলা নির্বাচন কাজে যোগদান করবেন।