দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় হিন্দু ধর্মালম্বীর নারীরা সনাতনী পঞ্জিকা মতে গত বুধবার জামাই ষষ্ঠী পার্বণ পালন করেছে। প্রতি বছর বাংলা সনের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এ ব্রত পালিত হয়ে থাকে। সাধারণত সধবা মায়েরা এদিন একটি নতুন ডালায় বিভিন্ন ফল, ৬টি পান, ৬টি সুপারী, বাঁশ পাতা, হলুদ, সাদা কাপড়ের টুকরো, নতুন ৬গাছা সূতা, হলুদ, তেল, চিড়া, দই, খই এগুলো নির্দিষ্ট কোন গাছ আছে এমন পবিত্র স্থানে অথবা পূজা মন্ডপে রেখে ষষ্ঠীপূজা সম্পন্ন করে। পূজা শেষে ছেলেদের কপালে হলুদ ছুঁইয়ে, হলুদ রং সম্বলিত সুতা (ষাট সুতা) তাদের ডান হাতে বেঁধে দেয় মায়েরা। ব্রত কথা শুনে ব্রতীদের ফল খেয়ে থাকতে হয়। ষষ্ঠীপুজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বী লোকেরা জামাই মেয়েকে তাদের বাড়িতে এনে নতুন পরিধেয় বস্ত্র উপহার দেয়। সাধারণত গাছতলায় বা বনে এ পূজা হয় বলে তাই একে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বলা হয়ে থাকে। এ পুজায় ফলের সমাহার বেশি থাকে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস জানান, আবহমানকাল থেকে সনাতন ধর্মালম্বী নারীরা এ ষষ্ঠীপূজা পালন করে আসছে। পরিবারের মঙ্গল কামনায় তারা ব্রত রেখে এ পূজা করেন।
