ঝালকাঠি প্রতিনিধিঃ অবশেষে আদালতের নির্দেশের (এমপি ৮৬/২০১৪ নং মামলায়) এক সপ্তাহ পরে দরিদ্র রিক্সাচালক মোঃ জিন্নাত আলীর পুত্র জনি হাওলাদার (১৭) হত্যা মামলার এজাহার মঙ্গলবার রাত সোয়া ১০ টায় রেকর্ড করা হয়েছে। ২৭ মে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এজাহার নামীয় ৫ জন আসামীর বিরদ্ধ হত্যা মামলা রেকর্ড পূর্বক তদন্তের নির্দেশ দিলে ২৯ মে ঝালকাঠি থানার আদালতের নির্দেশ পৌছে।
তবে আদালতের নির্দেশ দীর্ঘায়িত করা ও রেকর্ড না করার বিনিময়ে তদন্ত কর্মকর্তা এসআই জাকির হত্যাকারীদের সাথে ২০ হাজার টাকা উৎকোচ গ্রহন করেছে বলে অভিযোগ ওঠে। তাই বিষয়টি ঝালকাঠি থানার ওসির গোচারিভূত করা হলে তার হস্থক্ষেপে মঙ্গলবার আদালতের নির্দেশটি এজাহার হিসাবে রেকর্ড (নং-৪, তারিখ ০৩/০৬/২০১৪ইং দ:বি: ৩০২/৩৪) করা হয়েছে। যে কারনে অর্থশালী আসামী ও তদন্ত কর্মকর্তা এসআই জাকিরের আতাঁতের কারনে তদন্ত প্রক্রিয়া ও আসামী গ্রেপ্তার হবে কিনা তাই নিয়ে বাদী ও তার স্বজনদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। মামলার আবেদনে উল্লেখ করা হয়, ঝালকাঠি ষ্টেশনরোডের হোটেল শ্রমিক মোঃ জনি ১৮ মে বেলা ১১টায় পোনাবালিয়া ইউনিয়নের মাহদিপুর গ্রামের মামা বাড়ী থেকে নুরুল্লাহপুর গ্রামের বন্ধু রাসেলের বাড়ী যায়। পরের দিন ভোরে ফজরের নামাজে সময় জনির মামা নজরুলের নির্মানাধীন ঘরের ভেন্টিলেটারের সাথে বাধা জনির মৃতদেহ দেখে এলাকাবাসী থানার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরী করে। এ ব্যাপাারে বাদী জনির পিতা রিক্সাচালক মোঃ জিন্নাত আলী জানায়, জনির মৃতদেহ উদ্ধারকালে হাটু, অন্ডকোষে রক্তাক্ত জখম, ডানবাহুতে আঘাত ও মাটির উপর দাড়ানো গলায় রশি বাধা অবস্থায় পাওয়া গেলেও পুলিশের এসআই জাকির হত্যা মামলা গ্রহন না করে নিজেই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করে নগদ ফায়দা হাসিলে লিপ্ত হয়।যে কারনে জনির পিতা সুনির্দিষ্ট আসামদের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করলেও এসআই জাকির নিজই বাদী হয়ে তড়িগড়ি একটি ইউডি মামলার রেকর্ড করে তদন্ত কর্মকর্তার দায়িত্ব নেয়। অপর দিকে জনির পিতা কে এজাহার গ্রহনের আশ্বাস দিয়ে ৬/৭ দিন সময় ক্ষেপন করে আসামীদের সাথে মোটা অংকের বানিজ্য চালাতে থাকে। পরবর্তীতে তদন্ত কর্মকর্তার এসআই জাকির ও থানা পুলিশ মামলা গ্রহনে অনীহা প্রকাশ করায় জনির পিতা রিক্সাচালক মোঃ জিন্নাত আলী আসামী রাসেল বিশ্বাস, জসিম, মোসাঃ নাছিমা বেগম, মোফাজ্জেল বিশ্বাস ও আলামিন খান সহ ৫/৭ জনের বিরুদ্ধে আদালতে আবেদন জানান। গত ২৭ মে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত অভিযোগ আমলে নিয়ে ঝালকাঠি থানার ওসিকে এজাহার রেকর্ড পূর্বক তদন্তের নির্দেশ দেন। এ ব্যাপাারে মামলার তদন্ত কর্মকর্তার এসআই জাকিরের সাথে আলাপকালে জনি হত্যা মামলায় এখোন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান। এছাড়া তার বিরুদ্ধে মামলার বাদী জনির পিতার এজাহার রেকর্ড নিয়ে গড়িমসি, আদালতের আদেশ ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা ও আসামীদের সাথে মোটা অংকের বানিজ্য করা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।#
রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়
ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ‘লীগের সেক্রেটারি মিলন মাহমুদ বাচ্চু মতবিনিময় সভা করেছেন। আজ বুধবার সকালে ইউনিটির সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ইউনিটির সভাপতি মো. আউয়াল গাজির সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুর রাজ্জার, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি রহিম রেজা, আ‘লীগ নেতা মাসুদ সিকদার, ইউনিটির সহ সম্পাদক বদরুদ্দিন তোতা মৃধা, সাংগঠনিক সম্পাদক অহিদ সাইফুল ও আহসানুল কবির মামুন প্রমুখ। এ সময় ইউনিটির সাংবাদিক ও আ‘লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাঁঠালিয়া ৪ দিন ধরে অন্ধকারে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদর,উপজেলা হাসপাতাল, আমুয়া বন্দরসহ ১৫টি গ্রাম ৪দিন ধরে অন্ধকারে। গত শনিবার বিকেলে ওজোপাডিকো লিমিটেডের পাওয়ার ষ্টেশনের ৩৩হাজার লাইনের ১১হাজার ভোল্টেজের ট্রান্সফরাটি হঠাৎ বিকল হলে এ পুরো উপজেলার বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। ৪ দিন ধরে বিদ্যুৎ না থাকায়,হাসপাতালে পানি সরবরাহ এক্সেরে মেশিন, অপারেশণ থিয়েটার বন্ধ,ভোটার তালিকা হালনাগাদ,তথ্য সেবা কেন্দ্র,সরকারী অফিস আদালত,ব্যাংক,বীমায় স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। ওজোপাডিকো লিমিটেডের আবাশিক প্রকৌশলী কাজী মুনিরুজ্জামান জানান, নতুন ট্রান্সফরা বসিয়ে ২/১ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।