শাহ আলম, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা মৎস্য দপ্তর আয়োজনে উপজেলা পর্যায়ে জেলে নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান সম্পর্কে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহা.রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অফিস সূত্রে জানাযায়, সরকারী নিতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে সকল জেলেদের যাছাই বাছাই করে জেলে নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা ও মানোয়ারা বেগম । প্রধান অতিথি বলেন,আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জেলে সম্প্রদায়দের অব কাঠামো শক্তিশালী করার জন্য দেশ ব্যাপী এ কর্মসূচি গ্রহন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, যাছাই বাছাই করে জেলে নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান করা হবে। ইউনিয়ন পর্যায়ে প্রকৃত জেলে বের করে তালিকা প্রণয়ন করার নির্দেশ দেন।