ads

মঙ্গলবার , ৩ জুন ২০১৪ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোমনায় আবারো হিন্দু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৩, ২০১৪ ৭:২৮ অপরাহ্ণ
হোমনায় আবারো হিন্দু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার হোমনা উপজেলায় আবারো সন্ত্রাসী হামলার শিকার হয়েছে একটি হিন্দু পরিবার। এতে একই পরিবারের ৬ জন আহত হয়েছে। আহতদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়- উপজেলার দুলালপুর ইউনিয়নের বৈদ্যরকান্দি (কালমিনা) হিন্দু সম্প্রদায়েরের অনিল দাসের সাথে একই এলাকার মজিদ ও সামাদ গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত রবিবার রাত ১১টার দিকে একই গ্রামের আঃ মজিদের ছেলে আক্তার, মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ শহীদ ও আঃ সামাদ এবং সাদ্দামের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী অনিল দাসের ঘরে প্রবেশ করে তাঁর স্ত্রী রেনু বালা দাস (৫৫), তাঁর ছেলে অপন দাস (৩২), শ্যামল দাস (৩৫) ও তার স্ত্রী পাপন রাণী দাসকে (২৫) মেরে লাঞ্ছিত ও আহত করে। এদের মধ্যে নির্মল দাসের ছেলে বিকাশ দাস (৩০), দিলীপ চন্দ্র দাস, বাপ্পি মনোরঞ্জন দাস (২২) ও নিধন চন্দ্র দাসকে মারধর সহ রক্তাক্ত জখম করে।
এ ব্যাপারে অনিল দাস বাদী হয়ে হোমনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথেই সন্ত্রাসীরা হিন্দু পরিবারটিকে একেবারে পুড়িয়ে মেরে ফেলার হুমকী-ধমর্কী দিচ্ছে। ফলে ওই এলাকার হিন্দু স¤প্রদায়ের লোকজন আতংকের মধ্যে দিনাতিপাত করছে এবং নিরাপত্তহীনতায় ভোগছে পরিবারের লোকজন। বর্তমানে হামলাতংঙ্কে গ্রামের প্রায় অর্ধশতাধিক পরিবারে পুরুষ শুন্য হয়ে পড়েছে। প্রশাসনের আগাম পদক্ষেপ গ্রহন করা না হলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় এলাকাবাসী।
এ ব্যাপারে হোমনা থানা অফিসার ইনর্চাজ মোঃ কামরুজ্জামান সিকদার (পিপিএম) জানান- আমরা অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকা এখন শান্ত রয়েছে। তবে আমাদের আন্তরিকতার কমতি নেই। সন্ত্রাসী যে কেউ হউক কাউকে ছাড় দেয়া হবেনা।
এদিকে, হোমনা উপজেলায় হিন্দু পরিবারের ওপর আবারো সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ সহ এ ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার রায়, সভাপতি মন্ডলীর সদস্য হারাধন শীল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল­া জেলা শাখার সভাপতি এড. প্রদীপ দ্ত্ত, সহ-সভাপতি দীপ্তি রায় চন্দন, সাধারণ সম্পাদক উজ্জ্বল দে, দেশের নমঃশূদ্র স¤প্রদায়ের একমাত্র সংগঠন অনুভব বহুমুখী সমবায় সমিতি লিঃ  কুমিল­া জেলা শাখার সভাপতি গোপাল ভৌমিক, সদস্য তাপস কুমার দাস, বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ কুমিল­া জেলা শাখার সভাপতি মধুসূদন বিশ্বাস, সাধারণ সম্পাদক সুমন রায়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন সাহা, সুমন দাস সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!