স্টাফ রিপোর্টার : সিনিয়র সাংবাদিক ও এটিএন বাংলা, এটিএন নিউজ, দৈনিক যুগান্তর এবং বিডিনিউজ২৪ডটকম এর শেরপুর জেলা প্রতিনিধি আব্দুর রহিম বাদলের ৫২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ২ জুন সোমবার সন্ধ্যায় শহরের গৃর্দানারায়নপুরস্থ তার বাসায় পারিবারিক পরিবেশে ওই জন্মদিন অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। শেরপুর প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, শেরপুর টাইমস ডটকম ও শ্যামলবাংলা২৪ডটকম পরিবারের পক্ষ থেকে সাংবাদিক আব্দুর রহিম বাদলের দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানানো হয়। ওইসময় শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, সহ-সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, কোষাধ্যক্ষ আবুল হাশিম, নির্বাহী সদস্য মাসুদ হাসান বাদল, নব গঠিত টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মো. মেরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রফিক মজিদ, সহ-সাধারণ সম্পাদক ফারহানা পারভীন মুন্নী, কোষাধ্যক্ষ রেদওয়ানুল হক আবীর, দফতর সম্পাদক সুজন সেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এএসএম রওশন কবীর আলমগীর, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম হীরা, দি ইনডিপেন্ডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি মো. আনিসুর রহমান আকন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে সাংবাদিক আব্দুর রহিম বাদলের অসুস্থ পিতা প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভাষাসৈনিক আব্দুর রশিদের সুস্থতা কামনা করে তার পাশে সাংবাদিকরা কিছুক্ষণ অবস্থান করেন।
