স্টাফ রিপোর্টার : শেরপুর জেলায় কর্মরত বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এর রিপোর্টারসদের সমন্বয়ে ‘অনলাইন নিউজ পোর্টাল রিপোর্টাস এসোসিয়েশন’ গঠন করা হয়েছে। ৩ জুন মঙ্গলবার বিকেলে শ্যামলবাংলা২৪ডটকম এর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ওই এসোসিয়েশন গঠন করা হয়। বাংলার কাগজ ডটনেট ও সাপ্তাহিক বাংলার কাগজ এর সম্পাদক মো. মনিরুল ইসলাম মনিরকে সভাপতি এবং শ্যামলবাংলা২৪ডটকম এর বার্তা সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম বাবুল (নতুন খবর ডটকম), সহ-সভাপতি এম. সুরুজ্জামান (বিডি টুয়েন্টিফোরলাইভ ডটকম), সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম তালুকদার (বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম) ও রেজাউল করিম বকুল (বার্তা টুয়েন্টিফোর ডটকম), কোষাধ্যক্ষ মুহাইমিনুল ইসলাম হুমায়ুন (আইএনএন টুয়েন্টিফের ডটকম), দফতর সম্পাদক কাজী মাসুম (বেস্ট নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রমেশ সরকার (তাজা খবর ডটকম), নির্বাহী সদস্য এস কে সাত্তার (ফেয়ার নিউজ সার্ভিস), আব্দুর রহিম বাদল (বিডি নিউজ টুয়েন্টিফোর), রফিকুল ইসলাম আধার (সম্পাদক, শ্যামলবাংলা২৪ডটকম), মো. মেরাজ উদ্দিন (সম্পাদক, নতুন যুগ ডটকম), শাহরিয়ার মিল্টন (সম্পাদক, শেরপুর টাইমস ডটকম), আবুল হাশিম ( ডেইলি আমার সংবাদ ডটকম), আব্দুর রফিক মজিদ (বাংলামেইল টুয়েন্টিফোর ডটকম), আদিল মাহমুদ উজ্জল (শীর্ষ নিউজ ডটকম), সাবিহা জামান শাপলা (দৈনিক আমাদের সময় ডটকম), মাসুদ হাসান বাদল (জাস্ট নিউজ ডটকম), সুজন সেন (পরিবর্তন ডটকম), প্রভাষক মহিউদ্দিন সোহেল (আমাদের সময় ডটকম), ফারহানা পারভীন মুন্নী (ভোরের কগজ ডটকম), শহিদুল ইসলাম হিরা (নিউজ বিডিএন ডটকম), জুবাইদুল ইসলাম (শ্যামলবাংলা২৪ডটকম), হারুন অর রশিদ দুদু (উদয় নিউজ টুয়েন্টিফোর ডটকম), মোমিনুল ইসলাম সুমন (দেশেরপত্র ডটকম)।