মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের চুনঘড়ি এলাকা থেকে শিমুল দেব (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ জুন মঙ্গলবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিমুল সদর উপজেলার চুনঘড়ি গ্রামের বেনু ভূষন দেবের ছেলে।

এলাকাবাসী জানায়, সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি আম গাছের ডালের সঙ্গে শিমুলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন স্থানীয় চেয়ারম্যান ও পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।
কমলগঞ্জে দু’গ্রুপের সংর্ঘষে আহত ১৭, আটক ৭
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের ৭জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কমলগঞ্জের ৫ নম্বর ইউনিয়নের হাজীর উদ্দিনের সঙ্গে কাশেম মহলদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে কাশেম মহালদারের লোকজন হাজীর উদ্দিনের জমি দখল করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায়।
এতে উভয়পক্ষের ১৭ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনাস্থল থেকে ৭জনকে আটক করে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গৌরাঙ্গ কুমার বসু বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আদালতে একটি মামলা রয়েছে।
