চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনার শ্যামপুরে মাথাভাঙ্গা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে এলাকাবাসীর কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ ।
পুলিশ জানায়, সকালে শ্যামপুর এলাকার মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামে এলাকার আব্দুল হান্নান। তিনি এ সময় নদীতে নবজাতকের লাশ ভাসতে দেখেন। পরে পুলিশ খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এ.এস.আই আব্দুল হাদী জানান, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, নবজাতক শিশুটি ভূমিষ্ট হওয়ার পর তার মা মাথাভাঙ্গা নদীতে ফেলে দিয়ে হত্যা করেছে। ধারণা করা হচ্ছে, শিশুটি অবৈধ সন্তান হওয়ায় তাকে নদীতে ফেলে হত্যা করা হয়েছে।