মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার তেলীজুড়ী ব্রিজের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (১৮) এক তরুনীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো: ফরহাদ জানান, সকালে তেলীজুড়ী ব্রিজের পাশে এক তরুনীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে তরুনীর লাশসহ লাশের পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
