ইয়ানুর রহমান, যশোর : যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবু তাহের (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঝুমঝুমপুর ময়লাখানা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত তাহের যশোরের ঝুমঝুমপুর এলাকার মৃত সোনা উল্লাহর ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ভোরে ঝুমঝুমপুর ময়লাখানায় সন্ত্রাসীরা গোপন বৈঠক করছিল। এ সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় ও গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশও পাল্টা গুলি চালায়। এভাবে কিছুক্ষণ বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। বন্দুকযুদ্ধে তাহেরের পায়ে গুলি লাগে। এ অবস্থায় ঘটনাস্থল থেকে আবু তাহেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
পরে সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাহেরের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে।
ওসি আরও জানান, তাহের এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় অর্ধডজন মামলা রয়েছে।
