পত্নীতলা (নওগাঁ) প্রতনধিঃ নওগাঁর পত্নীতলায় উপজলোর মাটন্দরি ইউপরি চেয়াররম্যান আব্দুল্লা আল ফারুক স্থানীয় সরকার শক্তশািলী করন ও সমাজ সেবায় অবদানের জন্য গত ২৪ ম/১ে৪ স্বাধীন বাংলা সংসদের আয়োজনে জেনারেল ওসমানীর স্বণপদক পাওয়ায় মাটন্দরি ইউপি ভবনে শনবাির এলাকাবাসীর উদ্যোগে তাঁকে সংবধনা প্রদান করা হয়।
উপজলোর ১১ টি ইউপরি মধ্যে মাটন্দরি ইউপরি চেয়ারম্যান আব্দুল্লা আল ফারুকর্ সবকনষ্ঠ। তিনি পরপর দুবার ইউপি চেয়ারম্যান হিসাবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য তাকে জেনারেল ওসমানীর্ স্বণপদক দওয়ো হয় ।
এ উপলক্ষে মাটন্দরি ইউপি ভবনে শনবাির অত্র এলাকাবাসী ও ইউপি সদস্য, সদস্যারা চেয়ারম্যান আব্দুল্লা আল ফারুককে সর্ংবধনা প্রদান করন।