আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৩১ মে শনিবার সকালে বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি’র উদ্যোগে স্মরণ সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
দলীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক আফজাল হোসেন সিকদারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম, বাকাল ইউনিয়ন বিএনপি সভাপতি আ. খালেক পাইক, যুবদল সভাপতি আলী হোসেন স্বপন ভুঁইয়া, বরিশাল জেলা উত্তর তৃণমূল দল সাংগঠনিক সম্পাদক ইমামুল ইসলাম মুকুল, যুবদল নেতা মনির মোল্লা, ছাত্রদল নেতা আবু সাইয়েদ ও মিজান পাইক। পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
