আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় মহিলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে কমিটি ঘোষণা ছাড়াই সম্মেলন শেষ হয়েছে।
৩১ মে শনিবার সকালে উপজেলা সদরের এসএম বালিকা বিদ্যালয় হলরুমে মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রায়ের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মাহেরু বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্লা, জেলা মহিলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান জসীম সরদার। বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক শ্যামলী সাহা, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, কৃষকলীগ সাধারণ সম্পাদক রমণীকান্ত সরকার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইলিয়াস তালুকদার, শ্রমিকলীগ সোহেল ইমরোজ লিটন তালুকদার, যুবলীগ সহ-সভাপতি সবুজ আকন, ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, মহিলালীগ নেত্রী অনিমা নাগ, ইউনিয়ন নেত্রী মমতাজ বেগম, লিলি হাওলাদার, রেনুকা অধিকারী, আভা মুখার্জী, সেলিনা বেগম প্রমুখ। সভায় প্রধান অতিথি কমিটি ঘোষণা না করে জেলা কমিটির নেতৃবৃন্দকে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ ও কেন্দ্রীয় মহিলালীগ উপদেষ্টা শাহানারা আবদুল্লাহ্র পরামর্শ নিয়ে কমিটি ঘোষণার জন্য বলেন।
