মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর শ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ তাদের মধ্যে অন্যতম। তিনি শুধু এই অঞ্চলের নয়, সমগ্র জাতির জন্য অহঙ্কারের। তিনি ২৯ মে বৃহস্পতিবার বিকেলে বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফের মাতা মোছাঃ মুকিদুন্নেছার মৃত্যুতে দুপুর ২টায় আড়পাড়া-কামারখালী সিঃ মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহ্ফিলে শরীক হয়ে ওই কথা বলেন।
এর আগে তিনি উপজেলার কামারখালীস্থ বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আঃ রউফের সরকারী বাসভবনে মরহুমার কবরে তিনি ফাতেহা পাঠ করেন এবং সেখানে একটি বকুল গাছের চারা রোপন করেন। দোয়া মাহ্ফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা শাহ্ মোঃ আবু জাফর, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ফরিদপুর পৌর চেয়ারম্যান মাহতাব আলী মেথু, পুলিশ সুপার মোঃ জামিল হাসান, মধুখালী উপজেলা,চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া জামান, যুব দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন, ্উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু সহ বিভিন্ন রাজনৈতীক দলের নেতা কর্মী ও সর্বস্তরের জনসাধারণ।