হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় প্রতিপক্ষের লোকজন তিন দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানাযায়, ২৯ মে বৃহঃস্পতিবার সকালে উপজেলার টান সিদলা গ্রামের আবুল মেম্বার ও ধুলিহর গ্রামের নবী হোসেনের বাড়ির লোকজন বিরোধপূণ জমিতে ধান কাটা নিয়ে এক রক্তক্ষয়ি সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে দু’পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। আহতরা হলেন-উপজেলার টান সিদলা গ্রামের শফিকুল ইসলাম (২০),ধুলিহর গ্রামের হান্নান মিয়া (৪০),হুমাযুন (৩০) মনির হোসেন (২০),রফিকুল ইসলাম (২৮),ইব্রাহিম (৩৫),মুস্তুফা মিয়া (৩২),জলিল মিয়া (৩৭),রউফ মিয়া (২৮),ইদ্রিস আলী (৩৯) ছাত্তার মিয়া(৩২),লোকমানসহ (২৮) কমপক্ষে ১৫ জন। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন স্থানীয় পাগলা বাজারে এসে হাসেন মিয়া,বকুল মিয়া ও আকরাম হোসেনের ব্যবসা প্রতিষ্টানে হামলা ও ভাংচুর চালিয়ে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। এ ব্যাপারে ওসি মোঃ নান্নু মোল্লা জানান,দু’পক্ষের লোকজন মামলার প্রস্ততি নিলেও বিষয়টি তদন্ত করে দুষিদের গ্রেফতারে সচেষ্ট রয়েছে পুলিশ।
হোসেনপুরে পুমদি ইউনিয়নের বাজেট ঘোষণা
ডেমক্রেসিওয়াচের এলডিপি প্রোগ্রামের সহায়তায় কিশোরগঞ্জের হোসেনপুরে পুমদি ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহঃস্পতিবার (২৯ মে) দুপুরে পুমদি ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ আরজুল ইসলাম আরজু।বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আযুব আলী,বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিউল আলম,আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরু মিয়া, ইউপি চেয়ারম্যান খুরশিদ উদ্দিন,আবুল কাশেম রতন,আব্দুল কদ্দুছ,ডেমক্রেসিওয়াচ এলডিপির প্রোগ্রাম অফিসার মোঃ মাহবুবুর রহমান প্রমূখ । বাজেটে আয় ১,০৪,৮৯,০০০ টাকা ও ব্যায় ১,০৪,৮৯,০০০ টাকা নির্ধারন করা হয়েছে।