নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা যুবদলের নবগঠিত কমিটির একটি প্রতিনিধি দল মরহুম সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। ২৯ মে বৃহস্থপতিবার দুপুর ১২ টায় জেলা যুবদলের আহবায়ক মহসিন হুসাইন বিদ্যুতের নেতৃত্বে জেলার প্রায় সহশ্রাধিক নেতাকর্মী রাজধানী ঢাকার চন্দ্রিমা উদ্যানে মরহুম সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অপর্ণ করেন। এসময় বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, সাবেক এমপি ও ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভিপি নাজিমুদ্দিন আলম, বিএনপি কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি খায়রুল কবীর খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনকালে জেলা বিএনপির সিনিয়ন সহ-সভাপতি আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি জয়নাল আবেদীন, ইঞ্জি: আশরাফ উদ্দিন বকুল, শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবীর কামাল, সাধারন সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কবীর আহম্মেদ, সাধারণ সম্পাদক ওসমান মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভূইয়া, সাধারন সম্পাদক আবদুর রউফ ফকির রনি, নব-গঠিত যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এলিডন, যুগ্ম আহবায়ক আলহাজ্ব রফিকুল ইসলাম, সোলমান কমিশনার, শাহানউল্লাহ, এম এ কাইয়ুম, সুমন আহম্মেদ, সাদেকুর রহমান সাদেক, মোয়াজ্জেম হোসেন খান, আসলাম, শমীর ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ যোগ দিয়েছেন। মরহুম সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অপর্ণ শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
#
