মো: আমির হোসেন আমু, দেবিদ্বার (কুমিল্লা) : কুমিল্লা-সিলেট মহাসড়ক’র দেবিদ্বার উপজেলায় ২টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্ততঃ ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, কংশনগর প্রাইভেট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তী করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার দুপুর ১টায় কুমিল্লা-সিলেট মহাসড়ক’র দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর বাসষ্ট্যাশন’র সংলগ্নে।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হওয়া একতা পরিবহনের আহত ৭জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের আকলিমা(৫), কচুয়া উপজেলার সাবিনা(৮), মুরাদনগর উপজেলার মৌসুমী(১৪), হবিগঞ্জ জেলার রাখাল দে(৩৫), গৌরাঙ্গ দে(২০) এবং স্বপন চন্দ্র দে(৪০)। আশংকা জনক অবস্থায় স্বপন চন্দ্র দে’কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১টায় চট্রগ্রাম থেকে ব্রাক্ষèবাড়িয়াগামী বি.আর.টি.সি পরিবহনের একটি (চট্রো মেট্রো- ব- ১১-০৭০৩) দ্রুতগামী যাত্রীবাহী বাস ও সিলেট থেকে চট্রগ্রামগামী ‘একতা’ পরিবহনের একটি (ঢাকা মেট্রো-ব ১৪-১৩৭২) যাত্রীবাহী বাস’র মুখোমুখি সংঘর্ষ হয়, এতে বি.আর.টি.সি পরিবহনের বাসের সম্মূখ ভাগ ‘একতা’ পরিবহনের সামনের অংশে ঢুকে পড়ে। এসময় উভয় বাসের সামনের অংশ দুুমড়ে মুচড়ে যায়। দূর্ঘটনায় কবলিত যাত্রীসহ একতা পরিবহনের চালক তৌহিদুর রহমান(৫০) বের হতে সক্ষম হলেও বিআরটিসি বাসের চালক শাহীন মিয়া(৪২) আটকে যান। স্থানীয়দের সহযোগীতায় একটি ট্রাকের সাহয্যে বাসটিকে পেছনের দিকে সরিয়ে বি.আর.টি.সি বাসের চালককে বের করে আনা হয়। এসময় বিআরটিসি বাস চালকের ডান পা’ ভেঙ্গে যায়। তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিআরটিসি পরিবহনের একাধিক যাত্রী জানান, বিআরটিসি বাসের চালক বাসটি খুব দ্রুত চালিয়ে আসছিল, যাত্রীদের পক্ষে আস্তে চালাতে বললেও চালক কর্ণপাত না করে দ্রুত চালানোর কারনে লক্ষ্মীপুর টার্র্র্নিং’র সময় নিয়ন্ত্রন রাখতে পারেনি।
এব্যপারে বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) রোকেয়া বেগম’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, সংবাদ পেয়ে কুমিল্লা থেকে রেকার এনে ঘটনাস্থল থেকে দূর্ঘটনায় কবলিত দু’টি বাস উদ্ধার করে থানায় নিয়ে এসেছি, ঘটনাস্থলে আহত কাউকে পাওয়া যায়নি। মারাত্মতক আহত ১৪/১৫জনকে পাশ্ববর্তী বুড়িচং উপজেলার কংশনগর প্রাইভেট হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তী করা হয়েছে। এখনো আহত একতা পরিবহনের চালক তৌহিদুর রহমান(৫০) ও বিআরটিসি বাস চালক শাহীন মিয়া(৪২) ছাড়া আর কারোর নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। তবে আহতদের নাম পরিচয় জানার চেষ্টা ও মামলা দায়ের’র প্রস্তুতি চলছে।