নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার একেএম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আল-আমিন সরকার প্রমুখ। উক্ত বাজেট অধিবেশনে ইউপি সচিব আগামী ২০১৪-২০১৫ ইং অর্থ বছরের জন্য ৫৫ লক্ষ ৮০ হাজার ৪ শত ৪৮ টাকা আয় ও ৫৩ লক্ষ ১২ হাজার ৫ শত ৩৭ টাকা ব্যায় দেখিয়ে একটি খসড়া বাজেট ঘোষনা করেন। অনুষ্ঠানে সকল ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
