স্টাফ রিপোর্টার : সড়কে অবৈধ যান চলাচল বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে চলা শেরপুরসহ ময়মনসিংহের ৬ জেলা, ঢাকা ও গাজীপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে। ২৭ মে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরিবহন ধর্মঘট স্থগিত করা হয় বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় উত্তরাঞ্চলীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল হক শামীম। ঢাকা বিভাগীয় উত্তরাঞ্চলীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকার উত্তরাঞ্চলে ধর্মঘট পালিত হয়।
