এম,লুত্ফর রহমান, নরসিংদী : নরসিংদী শহরের বাশাইল এলাকায় একটি বাড়ীতে ডাকাতি করতে গিয়ে বাড়ীর লোকদের গ্রতিরোধের মুখে ডাকাত দলের ছুরিকাঘাতে বাড়ীর মালিক সুলতান উদ্দিন খান (৬০) নিহত হয়েছেন। ৬/৭ জনের সশস্ত্র একটি ডাকাতদল মঙ্গলবার গভীর রাতে ওই বাড়ীতে হামলা চালায়। এ সময় গৃহস্বামী সুলতান উদ্দিন খান সহ বাড়ীর লোকজন ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে একজন ডাকাতকে ধরে ফেলেন। এসময় অন্যডাকাতরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা কালে ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতদের ছুরিকাঘাতে সুলতান উদ্দিন খান গুরুতর আহত হন। বাড়ীর লোকজন তাকে হাসপাতালে পাঠানোর সময় পথিমধ্যে মারা যায়। অবশ্য ডাকাতরা এ বাড়ী থেকে কোন মালামাল নিতে পারেনি। নরসিংদী সদর থানার পুলিশ জানায় এটা কোন ডাকাতির ঘটনা নয়। অজ্ঞাত কোন কারনে হয়ত গৃহস্বামী সুলতান উদ্দিনকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করবে বলে সদর থানার ওসি জানান।
অপরদিকে একই রাতে পাশ্ববর্তী চিনিশপুর গ্রামের কাজল মিয়া ও বাচ্চু মিয়ার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। এ দুটি বাড়ী থেকে ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্যসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।