ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতক পৌর শহরের বালিকা বিদ্যালয় সড়কের প্রায় ৫শ’ ফুট সড়ক শহরবাসীর জন্য দুঃখের কারন হয়ে দাড়িয়েছে। অল্প বৃষ্টিতেই সড়কের এ অংশটুকু পরিনত হয় অনাকাংখিত জলাশয়ে। পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় হাটু পরিমান পানি এখানে লেগেই থাকে। ফলে ছোট-ছোট গাড়ী, রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল যাতায়াতে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। রাস্তা সংলগ্ন চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দূর্ভোগ স্বীকার করে যাতায়াত করতে হচ্ছে। শহরে আসা লোকজনও জলাশয়ের এ অংশটুকু পার হতে বিভ্রান্তের শিকার হচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছেনা। অল্প বৃষ্টিতেই এ অংশটুকু হাটু জলে পরিনত হয়। বুধবার দুপুরে এক পসলা বৃষ্টি হলে বরাবরের মতো এখানে অনাকাংখিত জলাশয়ে পরিনত হয়।
