নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে উপজেলা সৃজনশীল মেধা অন্বেষন কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতার বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার উপর বিশেষ গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল, ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস বেগম প্রমুখ।
