শ্যামলবাংলা ডেস্ক : ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার নতুন সরকার বাংলাদেশের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়টি সক্রিয় বিবেচনা এবং সীমান্ত চুক্তি বাস্তবায়ন করবে। ২৭ মে মঙ্গলবার সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ভারত সফররত বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী হায়দরাবাদ হাউসে মোদির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি ওই আশ্বাস দেন।
পরে স্পিকার সাংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। এসময় তিনি বলেন, উভয় দেশের স্বার্থে আমরা ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেছি। স্পিকার বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে, আমার পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে উপযুক্ত সময়ে বাংলাদেশ সফর করার জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছি। মোদি আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ এবং বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন বলে জানিয়েছেন শিরীন শারমিন।
ভারতের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহত থাকবে কি-না, এ প্রশ্নের জবাবে ড. শিরিন শারমিন বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধের মতো আগামী দিনগুলোতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে। শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করায় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। বৈঠকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম উপস্থিত ছিলেন।